পঞ্চগড় জেলা ক্যাবের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
মো: নাজিম উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ রাত
গত ২ ডিসেম্বর (সোমবার) ১১.০০ টায় পঞ্চগড় শেরেবাংলা চত্ত্বরে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাব পঞ্চগড় জেলা শাখার আয়োজনে "ভোক্তা স্বার্থ রক্ষায় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের" কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাহিরে এবং আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য তেল (ড্রামে) বিক্রি বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় জেলা ক্যাবের মানববন্ধন, আলোচনা ও জেলা প্রশাসকের কার্যালযে স্মারকলিপি প্রদান করা হয় ।
মানববন্ধনে পঞ্চগড় জেলা ক্যাব নেতৃবৃন্দের মধ্যে ক্যাবের জেলা সভাপতি মো: মাহাবুব আলম, সাধারন সম্পাদক, মো: নাজিমউদ্দীন, সদস্য মো:জহুরুল ইসলাম, মো: রসুল বকস মানিক, সুলতানা পারভীন। এছাড়াও সমাজসেবক আশরাফুল হক, ভোক্তাবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন ।
আলোচনায় অভিলম্বে আলু ও পেঁয়াজের মূল্য সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে আনয়ন ও দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় । মানব বন্ধন শেষে - মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রেরণের নিমিত্তে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারক লিপি প্রদান করা হয় ।