কলমাকান্দায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পথসভা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ রাত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে পথসভা ও আদিবাসী মহিলাদের নিয়ে আলোচনা সভা করেছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।
আজ ৪ ই ডিসেম্বর সকাল বেলায় ফুলবাড়ী বাজারে পথসভা শেষে ফুলবাড়ী খেলার মাঠ সংলগ্ন আদিবাসী মহিলাদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পথসভা ও আলোচনা সভায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ -সভাপতি ইয়াসিন আলী বলেন আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই ৩১ দফা তুলে ধরবো এবং আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করার লক্ষে আমরা ভোট চাইবো।
পথসভা ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালেদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক নেতা এসএম দেলোয়ার হোসেন, কমলাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল ও সদস্য সচিব ইয়াসিন আলী এবং লেংগুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।