বাসস-এর নেত্রকোণা প্রতিনিধি এম. ফখরুল হক মৃত্যুবরণ করেছেন
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ বিকাল
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)- এর নেত্রকোণা জেলা প্রতিনিধি সাংবাদিক এম. ফখরুল হক মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন )।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮টায় চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ আদায় শেষে জেলা শহরের সাতপাই এলাকায় পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হবে জানান।
এরআগে বিকেলের দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক এম.ফখরুল হক এঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মৃত্যুকালে এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ২০২২ সালে ক্যান্সার রোগে আক্রান্তে তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেন।