ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নাহিদা, ফারজানা-নিগারের উন্নতি
আরবান ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ বিকাল
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের নারী দলের একাধিক ক্রিকেটার। মেয়েদের এই সংস্করণের বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। ব্যাট হাতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন ফারজানা হক ও নিগার সুলতানা।
মঙ্গলবার প্রকাশিত মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে নাহিদা।
মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান এটিই। আগের সেরাও ছিল তার। গত মার্চে দেশের প্রথম বোলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন সেরা দশে, ঠিক ১০ নম্বরে।
তিন ওয়ানডের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাহিদা।
বাঁহাতি স্পিনে প্রথম ম্যাচে ৩ শিকার ধরেন তিনি। পরের দুই ম্যাচে নেন আরও তিন উইকেট।
র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন। সিরিজের সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।
২৩ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে তিনি। সিরিজে কেবল এক উইকেট নিয়েই ৬ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন লেগ স্পিনার রাবেয়া খাতুন।
উন্নতি করেছেন ফাহিমা খাতুন ও মারুফা আক্তারও। ৩টি শিকার ধরে লেগ স্পিনার ফাহিমার অগ্রগতি ১০ ধাপ, আছেন ৫৭তম স্থানে। আর দুই উইকেট নেওয়া পেসার মারুফা ১৩ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে।
মেয়েদের ওয়ানডে বোলারদের মধ্যে আগের মতো সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচেই ফিফটি করেন ফারজানা হক; ৬১, ৫০ ও ৬১। চমৎকার এই পারফরম্যান্সে ৬ ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন এই ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনিই।
তিন ম্যাচে ৮৬ রান করা নিগারের উন্নতি ১১ ধাপ, আছেন ২৮তম স্থানে। ১২ ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি, অবস্থান ৯২তম।
প্রায় ১৬ মাস পর ওয়ানডেতে ফেরার সিরিজে ব্যাট হাতে রানের স্রোত বইয়ে দেন শারমিন আক্তার। চমৎকার ব্যাটিংয়ে তিন ম্যাচে করেন যথাক্রমে ৯৬, ৪৩ ও ৭২ রান। সিরিজে ৭০.৩৩ গড়ে তার রান ২১১। দ্বিপাক্ষিক সিরিজে দুইশর বেশি রান করা বাংলাদেশের প্রথম ব্যাটার তিনি। টপ অর্ডার এই ব্যাটার ৪৩তম স্থান নিয়ে র্যাঙ্কিংয়ে ফিরেছেন।