৫৭৫ রানে করে ইনিংস ঘোষণা করলো আফ্রিকা
আরবান ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৫:২০ বিকাল
চট্টগ্রাম টেস্টে ৬ উইকেটে ৫৭৫ রানের বিশাল সংগ্রহ তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে দাপট দেখালেন প্রোটিয়া ব্যাটাররা। প্রথম ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিন ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন টনি ডি জর্জি।
তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৩০৭ রানে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। টনি ডি জর্জি ১৪১ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন।
দিনের ৮ ওভার শেষ হতেই দেড়শ রানে পৌঁছে যান তিনি। জর্জির দেড়শ রানের পর ফিফটি তুলে নেন বেডিংহাম।
৩৮৬ রান তুলতে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়েছিল। সেখান থেকে স্কোরবোর্ডে আর ৫ রান তুলতে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা তাইজুল শিকার করে নেন ৩টি উইকেট।
বেডিংহামকে সরাসরি বোল্ড করেন তাইজুল। এক ওভার পরেই ১৭৭ রান করা টনি ডি জর্জিকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন এই স্পিনার। এরপরেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে একইভাবে ফেরান তাইজুল। এই উইকেট নিয়ে তাইজুল পান ক্যারিয়ারের ১৪তম ফাইফার। চট্টগ্রামের মাঠে পূরণ করেন নিজের ৫০ উইকেটের মাইলফলক।
এরপর রায়ান রিকেলটনকে দ্রুত ফেরান নাহিদ রানা। তবে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে বিপদে ফেলেন মুল্ডার ও মুতুসামি। দুজনে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১৫২ রান। মুতুসামি অপরাজিত থাকেন ৬৮ রান করে। আর মুল্ডার সেঞ্চুরি করার পর পরই ইনিংস ঘোষণা করে করেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।