নেত্রকোনার খালিয়াজুরীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০১:০৯ দুপুর
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের দক্ষিণ পাড়ার জাহেদ আলী (৬৫) রবিবার ৬ অক্টোবর সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় তার ছেলে জুয়েল মিয়া (২৮) কিছু টাকা চায়। এ সময জাহেদ আলী বলেন, এখন আমার হাতে টাকা নাই, পরে দিব। এই কথা শুনে মাদকাসক্ত জুয়েল মিয়া রাগের মাথায় হাতে থাকা বাশের লাঠি দিয়ে বাবার মাথা আঘাত করিলে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সাথে সাথে মারা যায়। এ সময় আশেপাশের লোকজন জুয়েলকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে স্থানীয় জনগন আটক জুয়েলকে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।