অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গেল আর্জেন্টিনা। তাদের হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ। খেলা শেষ হতে বেশি বাকি নেই।
যে গোলটা তৈরি হয় লো সেলসোর ফ্লিকে। মার্টিনেজ বক্সের মধ্যে থেকে একেবারে গোলের কোণা লক্ষ্য করে শট মারেন। প্রায় হাতের মুঠোয় কোপা আমেরিকার ১৬তম খেতাব।
ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া পরিবর্তন করে আর্জেন্টিনা। মাঠে নামলেন লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ। উঠে গেলেন এনজো এবং ম্যাক অ্যালিস্টার। দারুণ মুভমেন্ট আর্জেন্তিনার। বক্সের মধ্যে দারুণভাবে ঢুকে আসেন ডি পল। কাটব্যাকটা পান গঞ্জালেজ। প্রথম টাচেই শট নেন। কিন্তু সরাসরি বলটা লাগে কলম্বিয়ার গোলকিপারের শরীরে। যিনি বলটা ধরে নেন।
আর্জেন্টিনার সাময়িক চাপের পরে ফের আক্রমণে কলম্বিয়া। আরিয়াসের সামনে বেশ কিছুটা জায়গা ছিল। হাতে সময়ও ছিল। দূর থেকে শট নিলেন। তবে ডিফ্লেকশন হল। সহজেই বলটা ধরলেন আর্জেন্তিনার গোলকিপার মার্টিনেজ। কর্নার হতে দেননি।