রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় দেউলি উৎসবে হাজংদের মিলনমেলা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ বিকাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব।
 
শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর রাণীগাঁও গ্রামে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার আয়োজনে এই উৎসব হয়।
 
সীমান্তে বসবাসরত হাজং, গারো, কোচ, বানাই, ডালু, হদি সম্প্রদায়ের সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
 
অনুষ্ঠানে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি মং এখেং মংমং এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও নেতা মতিলাল হাজং,। 
 
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি  কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান,  বিশেষ অতিথি উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান, বিরিশির ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি পরিচালক পরাগ রিছিল ও হালুয়াঘাট পরিচালক প্রলয় স্নাল, সভাপতি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের পল্টন হাজং।
 
আলোচনা শেষে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, পূজা–অর্চনা এবং রাতে ‘মহিষাসুর বধ’ পালার মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত