রাজউকের প্লট দুর্নীতি: হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় আজ
আরবান ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ দুপুর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করবেন। গত ২৫ নভেম্বর শুনানি শেষে এ দিন নির্ধারণ করা হয়।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। আসামিদের মধ্যে কেবল মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে আছেন, বাকিরা পলাতক।
শুনানিতে দুদকের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করা হয়। তবে খুরশীদ আলমের আইনজীবী অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস চান। পলাতক আসামিদের পক্ষ থেকে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি।
মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে শেখ রেহানার নামে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার। চলতি বছরের ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করে দুদক। বিচার চলাকালে ৩২ জন সাক্ষ্য দেন।
আজকের রায়ের মধ্য দিয়ে আলোচিত এ মামলার নিষ্পত্তি হবে।


_medium_1764582212.jpg)



_medium_1761129931.jpg)
