মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ত্রিশালে মুরগীর খামারের বিষ্ঠায় অতিষ্ঠ এলাকাবাসী, রাস্তার করুণদশা


  মো: শরিফুল ইসলাম

প্রকাশ :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ বিকাল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম এলাকায় ঘনবসতিপূর্ন এলাকায় অবস্থিত ‘কৃষিবিদ পোল্ট্রী লিঃ’ এর মুরগীর ফার্মের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ভারী ট্রাক বা লড়ি দিয়ে লিটার পরিবহণের ফলে চলচলের রাস্তা সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে অভিযোগ দায়ের করেছেন মোঃ ফরহাদ নামের এক ব্যক্তি।
 
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুজিয়াম গ্রামে বসবাসরত সচেতন এলাকাবাসী দীর্ঘদিন ধরে গুরুতর সমস্যার সম্মুখীন জীবনযাপন করে যাচ্ছেন। গুজিয়াম গ্রামে অবস্থিত ‘কৃষিবিদ পোল্ট্রি লিঃ’ থেকে নিয়মিতভাবে বিপুল পরিমাণ মুরগির বিষ্টা/লিটার রাতের আঁধারে একটি চক্র মাছের খাদ্য হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে বাইরে পাচার করে যাচ্ছে। এই কার্জক্রম জনস্বাস্থ্য, পরিবেশ এবং জীব নিরাপত্ত্বার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। অথচ, নীতিমালা অনুযায়ী একটি মুরগির খামার স্থাপনের জন্য ঘনবসতিপূর্ণ এলাকা পরিত্যাগ করে খামার স্থাপনের নির্দেশনা রয়েছে।
 
এছাড়াও, এই গ্রামের প্রায় ৯৯% রাস্তা কাঁচা এবং বর্ষার মৌসুমে ভারী ট্রাক বা লড়ি দিয়ে লিটার পরিবহণের ফলে রাস্তা গুলি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাচ্ছে। 
স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীদের চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মহিলা বা জরুরি রোগীদের হাসপাতালে নিতে হলে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে যা মানবিকতার দৃষ্টিকোণ থেকে চরম দুর্ভাগ্যজনক।
 
এলাকাবাসীর পক্ষ থেকে দাবি- শুজিয়াম গ্রামে মুরগির বিষ্টা/লিটার বহন ও ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হোক। কৃষিবিদ পোল্ট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। গ্রামের কাঁচা রাস্তা পুনর্গঠন ও সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। ভুক্তভোগীগণ বলেন, জনবান্ধব প্রশাসনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান হবে।
 
এ বিষয়ে কৃষিবিদ পোল্ট্রি কর্র্তৃপক্ষ আতিকুল ইসলামের সাথে মঠো ফোনে কথা হলে তিনি বলেন,আমরা লিটার বাহিরে কোথাও বিক্রি করি না,লিটার জমিয়ে আমরা বায়ু গ্যাস উৎপাদন করি।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, অভিযোগ হাতে পেয়েছি। কৃষিবিদ পোল্ট্রী লিঃ এর কর্তৃপক্ষকে ডেকেছি। যাচাবাছাই করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত