মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নেত্রকোনা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ বিকাল
_original_1757684769.jpg)
গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র নেত্রকোনা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলায় কাইলাটি ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মো. আমিনুল ইসলাম আলী নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ওই সংগঠনের মহাসচিব মো. নুরুল ইসলাম। এছাড়াও বিশেষে অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মো. মিলাদ আহমেদ, কাইলাটি ইউনিয়ন চেয়ারম্যান মো নাজমুল হক, ইউনিয়ন বিএনপির সাধারাণ সম্পাদ আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ও জঙ্গী মুক্ত দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। নিজ স্বার্থকে পেছনে ফেলে সমাজের ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিবেশ সংরক্ষণ ও দেশপ্রেমে অটুট থাকার আহবান জানাতে হবে। আমরা আশা করি, মানবাধিকার কর্মীদের মাধ্যমে এগিয়ে যাবে এই মহৎ কার্যক্রমটি। আলোচনা শেষে উপজেলা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং ২০ জন দুঃস্থ পরিবারের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে ও ৭জনকে সাবমারসিবল পাম্প বিতরন করা হয়েছে।
এর আগেও ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ৩৪টি পারিবারের মাঝে ঘর বিতরণ করেছে।