ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
শিরোনাম

নকলায় জাহেদ আলী চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ০৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ রাত

শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি সন্তান বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিশিষ্ট দানবীর, ৮ম জাতীয় সংসদ এর মাননীয় হুইপ ও শেরপুর -২ আসনের এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক  প্রকাশনা সম্পাদক,  মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চৌধুরী ছবোরুননেছা মহিলা ডিগ্রি কলেজ মাঠে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন নকলা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠন। 
 
তিনি ২২ ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রিঃ জন্মগ্রহণ করেন এবং ৪ জানুয়ারি ২০১১ খ্রিঃ মৃত্যুবরণ করেন।
 
পবিত্র  কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন  নকলা উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদ আলম। তিনি স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। 
 
 
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য পুত্র  জাতীয়বাদী বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তিনি বলেন, মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী শুধু একটি নাম নয় এটি একটি গুণ, এটি একটি দৃষ্টান্ত, যিনি বিএনপি কে তিলে তিলে নকলা-নালিতাবাড়ীতে গড়ে তুলেছেন। যার অবদান দলের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল। আজকের অনুষ্ঠান দলীয় ভাবে পালনের মাধ্যমে এটাই প্রমানিত হয়, তার মনে কোন হিংসা-বিদ্বেষ কোন অহংকার ছিল না। তিনি একজন জাতীয় নেতা ছিলেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার অবদানের প্রশংসা পেয়েছি। তিনি বৃহত্তর ময়মনসিংহ শেরপুর নকলা নালিতাবাড়ীতে বিএনপি'কে সুসংগঠিত করে গেছেন। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, যার ফলশ্রুতিতে চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রী কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। সহযোগিতা করেছেন মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থানসহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানে। আসুন আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে, সকল কিছু ভুলে গিয়ে,  একত্রিতভাবে কাজ করি এবং জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করি। পরিশেষে তাঁর বাবা মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী ও ভাই ফোয়াদ চৌধুরীর জন্য দোয়া চেয়ে সকল কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
 
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সহধর্মিনী ফরিদা চৌধুরী তিনি বলেন, আপনারা সবাই আমার স্বামী আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী ও আমার সন্তান ফোয়াদ চৌধুরীর জন্য দোয়া করবেন, তিনি আরো বলেন ফাহিম চৌধুরী যেমন আমার সন্তান তেমনি আপনারাও আমার সন্তান। আপনারা সবাই আমার সন্তানের জন্য কাজ করেন। আমরা নকলা-নালিতাবাড়িতে আবারো বিএনপির জয় নিয়ে আসবো ইনশাল্লাহ।
 
ইংরেজিতে  বক্তব্য রাখেন  অস্ট্রেলিয়া নাগরিক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর সহধর্মিণী, বক্তব্য রাখেন উপজেলা ও শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত