ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম

ধর্মীয় বিভাজন নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জামায়াত আমীরের


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ দুপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ ‘সংখ্যাগুরু ও সংখ্যালঘু’ শব্দ দুটি উৎপাদন করেছিল। তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করেছে। দেশে ধর্মের ভিত্তিতে কাউকে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক সাথে বসবাস করি। সব ধর্মের মানুষের শান্তিতে বসবাসের অধিকার আছে।

সোমবার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলা জামায়াতের আয়োজনে পাগলাপীর বন্দরের একটি পথ সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আবুল বারাকাত নামের একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখেছিল, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামের দখলে এ দেশের অন্যান্য ধর্মের মানুষের ৩৪ হাজার একর অবৈধ জমি রয়েছে।’ সরকার সারাদেশে খোঁজ-খবর নিয়ে এটার কোনো সত্যতা পায়নি। আমরা চাঁদাবাজি করি না, করতে দেব না। আমরা দখলদারিত্ব করি না, করতে দেব না। আমরা ঘুস খাই না, খাইতে দেব না। 

তিনি আরও বলেন, রংপুরে মানুষ তো খুব ভালো মানুষ।  তাদেরকে কাজ করতে হবে। ইসলামি আন্দোলনটাকে গতিশীল করতে হবে। এই রংপুরের সন্তান আবু সাঈদ নিজে শাহাদাত বরণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আগুন জ্বালিয়েছিল। সে বলেছিল, ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর ‘

ডা. শফিকুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আঘাত হানতে শুরু করে। কারণ, তারা জানতো জামায়াত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারও কাছে বিলিয়ে দিতে রাজি নয়। দেশ বিক্রি করতে রাজি হয়নি এবং কোনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিডিআর হত্যাকাণ্ডের মতো জঘন্যতম ঘটনা ঘটিয়েছিল।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত