ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
শিরোনাম

পুরুষের কাছেই নারী অবহেলিত হয়: অভিনেত্রী অপু বিশ্বাস


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ রাত

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা  অপু বিশ্বাস এক অনুষ্ঠানে বলেন, ‘কিছু নারীও অবহেলিত হয় পুরুষের কাছেই। জীবন ভীষণ ছোট কিন্তু কাজ করতে হবে প্রচুর, সে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীর মানুষের কাছে।’ অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। 

অভিনেত্রীর কথায়, ‘সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে আমাদের মানুষ হিসেবে দায়িত্ব সেটাকে সামলে নিয়ে এগিয়ে যাওয়া। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের থেকে অপর প্রান্তে কেউ যেন কিছু শিখতে পারে। আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত।’

মা হওয়ার অনুভূতি প্রকাশ করা যায় না উল্লেখ করে অপু বলেন, সত্যি বলতে গেলে মেয়েরা কতটুকু সংগ্রাম করে জীবনে মা হয়। এটা যারা মা হয়েছেন শুধু তারা উপলব্ধি করতে পারে। এই অনুভূতি এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ মতো না। 

অপু বিশ্বাসের ভাষ্য,  'আমি বাবাদেরকেও ছোট করবো না। কারণ প্রত্যেকটা নারী সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য। আমি আজকের যে অপু বিশ্বাস অবশ্যই সেখানে একজন পুরুষের সান্নিধ্য, ভালোবাসা, দোয়া আছে।’

‘যেমন আমি যখন প্রথম মা হয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার সন্তান যে আমার শরীরের একটা অংশ। এটা যে কী দারুণ একটা অনুভূতি। এখনও যারা মা হননি। তারা কিন্তু সেই উপলব্ধি বুঝে উঠতে পারবেন না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত