ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পণ‍্যমূল‍্য : পরিকল্পনা উপদেষ্টা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ বিকাল

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে। পণ‍্যমূল‍্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এটি অস্বীকার করার সুযোগ নেই। 

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এখন বেসরকারী খাতে বিনিয়োগে অনিশ্চয়তা চলছে। রাজনৈতিক অস্থিরতা কারণে আন্দোলন চলছে। বিনিয়োগে আগ্রহ নেই। সুদের হার বাড়িয়ে দেয়া হচ্ছে। তাই বিনিময়ে উৎসাহিত হচ্ছে না। এভাবে থাকলে অর্থনৈতিক মন্দা তৈরি হবে। 

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে পণ‍্যমূল‍্য ক্রয় ক্ষমতার বাইরে অস্বীকার করার সুযোগ নেই। অর্থের প্রবাহ কমে গেছে। 

ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন,নতুন প্রকল্প তৈরি করতে সময় লাগে। রাজনৈতিক সরকারের সময় অনেক প্রকল্প বেড়ে যায় তবে আমাদের কমে যাচ্ছে, কারণ আমরা উদ্বোধনী, প্রয়োজনী এবং যেগুলো জনকল্যাণে কাজে লাগবে সেগুলো অনুমোদন দিচ্ছে। এজন্য এগুলো তৈরি করতে সময় লাগছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত