ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

অবশেষে সেই শিশু হাসপাতালে ভর্তি


  মোতালেব সরকার

প্রকাশ :  ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ বিকাল

ফুলপুর উপজেলার আলোক্দী গ্রামের অসহায় দরিদ্র সুজন মিয়ার শিশু পুত্র রাব্বি মিয়ার (৭) হৃদপিন্ডে ২টি ছিদ্র থাকায় রক্তক্ষরণে অবস্থার অবনতি হচ্ছিল। ঢাকাস্থ শিশু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তাকে বাঁচাতে দ্রুত হার্টের অপারেশন করতে হবে। এতে প্রায় দুই লাখ টাকার প্রয়োজন। যা পরিবারের পক্ষে অসম্ভব হওয়ায় টিকিৎসায় অনিশ্চিয়তা চলছিল। এ বিষয়টি নিয়ে ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন  সকলের সহযোগিতা চেয়ে গত ১ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন । পরে গ্রামাউস নির্বাহী পরিচালক আব্দুল খালেক, ফুলপুর সাহিত্য পরিষদ সভাপতি আকবর আলী আহসান ও ফুলপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক মোর্শেদুল আলম উজ্জলসহ অনেকেই অর্থ সহায়তা সংগ্রহে তৎপর হন। এ পর্যন্ত এলাকাসহ বিভিন্ন জনের কাছ থেকে এক লাখ টাকা সংগ্রহ হয়েছে। যা নিয়ে আশা নিরাশার মাঝেই শিশুটিকে ২১ নভেম্বর ঢাকাস্থ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও এক লাখ টাকা দ্রুত সংগ্রহ করে পাঠাতে হবে। শিশুটির জীবন বাচাঁতে সবাই সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। যোগাযোগে:- পিতার মোবাইল নং- ০১৯৮৬৬১৫৯৪৪। টাকা পাঠাতে শিক্ষক মোর্শেদুল আলম উজ্জল সাহেবের নম্বর বিকাশ ০১৮১৮৪৬১৭২২, নগদ ০১৭১১৪৬১৭২২। আসুন সবাই মানবতার পাশে দাড়াই।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত