মেসিদের লিগে দল কিনলেন মাতা
আরবান ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ দুপুর
ফুটবল থেকে এখনও অবসর নেননি স্পেনের হুয়ান মাতা। এরমধ্যেই নতুন এক অধ্যায় শুরু করেছেন তারকা মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল সান ডিয়েগো এফসির মালিকানার কিছু অংশ কিনে নিয়েছেন ৩৬ বছর বয়সী স্প্যানিশ এই উইঙ্গার।লিওনেল মেসির সৌজন্যে মেজর লিগ সকার এখন ফুটবল বিশ্বের খবরের শিরোনামে উঠে আসে নিয়মিতই।
মেসির ইন্টার মায়ামি অবশ্য নিয়মিত মৌসুমে খেলে থাকে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে। স্যান ডিয়োগো এফসি আগামী মৌসুম থেকে খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। দুই কনফারেন্সের শীর্ষ ৯টি করে দল নিয়ে পরে আয়োজিত হয় প্লেঅফ সিরিজ, যেখান থেকে নির্ধারিত হয় লিগের শিরোপা।
মাতা এখন খেলছেন অস্ট্রেলিয়ান লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে।
স্যান ডিয়েগো এফসির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত।
মেসির দল ইন্টার মায়ামির স্বত্বাধিকারীদের একজন সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহ্যাম।
স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাতা ক্লাব ফুটবলে খেলেছেন ভালেন্সিয়া, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। ৩৬ বছর বয়সী এই ফুটবলার অবশ্য মেজর লিগ সকারে যুক্ত হওয়ার আগেই বিনিয়োগ করেছেন ফরমুলা ওয়ানের দল আলপাইন রেসিংয়ে।