সাঘাটায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা
নূর হোসেন রেইন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৩ বিকাল
গাইবান্ধার সাঘাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কল্যাণমূলক সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বারকোনা বাজারে সংগঠনের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, ঈদগাঁ মাঠে ক্রিড়া অনুষ্ঠান ও আব্দুলার পাড়া গ্রামে প্রীতি ভোজ ও আলোচনা সভা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণমূলক সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাবীব সুজা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ আরো অনেকে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়, ওই দিন সকাল ৯ টায় জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনী পতাকা উত্তোলন। এরপর বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত, ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা এবং দুপুর ২ টায় প্রীতিভোজ সহ অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান, শীতবস্তু বিতরণ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানসহ সরকার ও জনগণের সহায়তায় পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ-ও বিমান বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করা হয়।