ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ফুলপুরের ৬ ইউপি চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে সরকারি কর্মকর্তারা


  মোতালেব সরকার

প্রকাশ :  ২২ নভেম্বর ২০২৪, ০৩:১১ দুপুর

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের স্থলে দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা।
আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীকে বিজয়ী এবং আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত এই জন প্রতিনিধিরা ৫ আগস্টের পর ইউপি কার্যালয়ে নিয়মিত না যাওয়ায় তাঁদের স্থলে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের জেলা প্রশাসক এক অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্ব পরিবর্তন করেন।
 
অফিস আদেশে আরো বলা হয়েছে, ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে  ৬টি ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন। প্যানেল চেয়ারম্যানরাও কাজ না করায় দাপ্তরিক ও নাগরিক সেবা মূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে। নাগরিকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
 
তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯–এর ধারা ১০১ ও ১০২ অনুসারে  ফুলপুর উপজেলার ০৬টি ইউপিতে কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
ইউনিয়ন গুলো হলো ১নং ছনধরা ৩ নং ভাইটকান্দি,৪নং সিংহেশ্বর,৫নং ফুলপুর সদর ৮ নং রূপসী ও ৯ নং বালিয়া ইউনিয়ন।
 
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাদিয়া ইসলাম সীমা  বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিশেষ পরিস্থিতি তৈরি হয়। ইউপি চেয়ারম্যানরা মাঝে মধ্যে পরিষদে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শতভাগ সেবা দিতে পারছিলেন না মানুষকে।এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছিল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত