ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২ সেনা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫১ দুপুর

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।তারা জানিয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। 

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরবর্তী বন্দুকযুদ্ধে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ছয়জন হামলাকারীকে হত্যা করে এবং তাদের চৌকিতে প্রবেশের প্রচেষ্টায় ‘কার্যকরভাবে’ বাধা দেয়, যার ফলে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকবাহী একটি গাড়ি নিয়ে ওই স্থাপনায় প্রবেশ করে।

সামরিক বাহিনী জানায়, বিস্ফোরণের ফলে ‘ঘেরের প্রাচীরের একটি অংশ ধসে পড়েছে এবং সংলগ্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে,’ যার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে, অন্তত ছয়জন সৈন্য আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা ‘গুরুতর’।

সামরিক বিবৃতিতে এই হামলাকে ‘খোয়ারিজ’ বলে উল্লেখ করা হয়েছে। এই শব্দটি সরকার তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সদস্যদের জন্য ব্যবহার করে। নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীটি প্রায়ই আফগান সীমান্তে বা সীমান্তের নিকটবর্তী প্রাদেশিক জেলাগুলোতে সেনা ও পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালায়।

পাকিস্তান বলছে, টিটিপি আফগানিস্তানের অভয়ারণ্য থেকে প্রাণঘাতী সহিংসতা চালাচ্ছে। টিটিপিকে জাতিসংঘ বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত