রবিবার ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে পিটিআই
আরবান ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১:২৫ দুপুর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রবিবার (২৪ নভেম্বর) ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার।
ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকেপিটিআই তাদের নেতা-কর্মীদের পুরোপুরি প্রস্তুতি নিতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে।
সরকার ও পিটিআইয়ের মুখোমুখি অবস্থান নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না। কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না।
ইমরান বলেন, আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না।
ইমরান খান অভিযোগ করে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিলেও সরকার আমার মুক্তির ব্যবস্থা করছে না। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও জানান তিনি।
ইমরান খান বলেন, কর্তৃপক্ষ আমার বন্দিকে দীর্ঘায়িত ও বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে চায়।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এখন আর আমাদের বিক্ষোভ ছাড়া কোনো উপায় নাই। সরকারের আন্তরিকতার ঘাটতি থাকলেও আলোচনার দরজা খোলা থাকবে বলেও উল্লেখ করেছেন ইমরান খান।