ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
শিরোনাম

স্কুলে ভর্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ল


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৪, ০২:৩৮ দুপুর

ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনের তথ্যসহ রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩০ অক্টোবর থেকে। এবার এ কার্যক্রমের সময় ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতোমধ্যে সময় বাড়ানোর চিঠি সংশ্লিষ্ট এলাকার স্কুলের অধ্যক্ষ-প্রধানশিক্ষকদের পাঠানো হয়েছে। এর আগে রেজিস্ট্রেশনের শেষ সময় ছিলো ৮ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য দাখিলের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত