বাংলাদেশে মুক্তি পাচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য সিনেমা
আরবান ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৭:০০ বিকাল
বিগত সাত দশকের সেন্সর বোর্ড প্রথা বাতিল করে গঠিত হয়েছে ‘সার্টিফিকেশন বোর্ড’। গতকাল সোমবার দুটি সিনেমা দেখার মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই বোর্ডের। আর প্রথম দিনে ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ সিনেমা সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শন করা হয়। এর মধ্যে ‘ভয়াল’ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের অনুমতি দেবে সার্টিফিকেশন বোর্ড। গ্রেডেশন পদ্ধতিতে সিনেমাটি ‘এ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, ‘সিনেমাটির সংলাপ, শয্যাদৃশ্য, প্রেগন্যান্সিসহ বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। এ কারণে এটি শিশুদের জন্য নয়। শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হচ্ছে।’
আর ‘রাজকুমারী’ সিনেমাটি সবার জন্য বলে উল্লেখ্য করেন জাহিদ হোসেন। তবে দুটি সিনেমারই কয়েকটি সংলাপ নিয়ে আপত্তি রয়েছে সার্টিফিকেশন বোর্ড সদস্যদের। সেগুলো কর্তনের পর ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র ‘সার্টিফিকেশন বোর্ড’ নামকরণ করে গেল ২২ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ব্রিটিশদের তৈরি ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯৫২ সালে পরিবর্তিত হয়ে ‘ইস্ট বেঙ্গল বোর্ড অব ফিল্ম সেন্সর’ নামকরণ হয়। এরপর নানা রাজনৈতিক পটপরিবর্তন, মানচিত্রের বদল ঘটলেও বিগত ৭২ বছরে চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থার রীতি বদলায়নি।
এবার ২০২৪ সালে এসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিদায়ী আওয়ামী লীগ সরকারের পদক্ষেপটির বাস্তবায়ন ঘটছে। যদিও নীতিমালার বদল নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে।