ঢাকা, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শেরপুরে কোটাবিরোধী আন্দোলনের নামে চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৬ জুলাই ২০২৪, ০৩:৩১ দুপুর

কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শেরপুরের মুক্তিযোদ্ধারা। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের রঘুনাথবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালী বাঙালী’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘একাত্তরের রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়’ প্রভৃতি শ্লোগান দিতে থাকেন।

সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো’র নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন, মো. শহীদুর রহমান শহীদ এবং অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত