ঢাকা, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
শিরোনাম

নিরাপত্তা পরিষদে পাস, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১২ জুন ২০২৪, ০৪:০২ সকাল

গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে তা মেনে নিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার (১১ জুন) সিনিয়র হামাস কর্মকর্তা সামি আবু জুহরি এ কথা বলেছেন। তিনি বলেছেন, বিস্তারিত নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (১০ জুন) নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এর ফলে গাজায় আট মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে এর বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

ভোটের পরে এক বিবৃতিতে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। কীভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ আলোচনার ইচ্ছে প্রকাশ করেছে তারা।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত