ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠানো’র হুমকি

  নিউজ ডেস্ক

প্রকাশ :  ২৭ মার্চ ২০২৪, ১১:৫০ দুপুর

এবার ‘আল্লাহর কাছে পাঠিয়ে দেব’ বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে। এ ঘটনার জেরে তেল আবিবে নিযুক্ত তুরস্ক দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
 
এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রচারে গিয়ে গাজায় ইসারায়েলি হামলার ও ফিলিস্তিনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করে এ হুমকি দেন এরদোয়ান। নেতানিয়াহুর নাম উল্লেখ করে তিনি বলেন, তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব। এর জেরে তুরস্কের সহকারী রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত