ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২১ এপ্রিল ২০২৪, ০১:৩৪ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের জন্য আজ রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন পদে ২২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, শিল্পপতি আসাদুজ্জামান নয়ন ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মো: হারুন অর রশীদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ হাসান শরাফ, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক সুকান্ত রঞ্জন সরকার,
ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আকাইদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আর্শাদ মিয়া, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হারাধন চন্দ্র সুত্রধর আরাধন, উপজেলা যুবলীগ নেতা মো: রফিকুল
ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মো: শহিদুল ইসলাম শহিদ ও শফিউল ইসলাম।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে ৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ, জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার, নমিতা রানী পাল, মুক্তিযোদ্ধার সন্তান মোছা: সাফিয়া খাতুন, শারমীন আক্তার ও রোজিনা আক্তার।


ঘোষিত তফসিল অনুযায়ী পূর্বধলায় ২য় ধাপে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, মননোনয়ন বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল, নিষ্পত্তি-২৭-২৯ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত