গাজায় ইসরায়েলির আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪৫ দুপুর
_original_1744101112.jpg)
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, আল আজহার বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ইউনুস তালুকদার সহ ছাত্রনেতারা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সাখাওয়াত হোসেন হাইয়ুল, শামসুল হুদা শামীম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, মাজহারুল ইসলাম জিপু, এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাজীব, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব কালাম তালুকদার প্রমুখ।
আল আজহার বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ইউনুস তালুকদার আরবিতে বক্তব্য দিতে গিয়ে বলেন, ইসরায়েলের ইহুদি জনগণের উদ্দেশ্যে একটি নিষিদ্ধ এবং দৃশ্যমান ভাষণ এবং হে ইহুদিরা, আমি তোমাদের সতর্ক করছি যে ফিলিস্তিন ভূমি মুসলমানদের ভূমি। তোমার রাজত্ব ফিলিস্তিনে নয়, বরং আল-আকসা মসজিদে, যা আল্লাহ আমাদের নবী মুহাম্মদ (সাঃ)-এর পদতলে আশীর্বাদ করেছেন এবং এর চারপাশে আশীর্বাদ করেছেন, আল্লাহ তাকে আশীর্বাদ করুন এবং তাকে শান্তি দান করুন, আসমানের রাতে। অতএব, মুসলিমদের অবশ্যই পবিত্র ঘরের পবিত্রতা রক্ষা করতে হবে। আমি তোমাদের বলছি, হে ইহুদিরা, ফিলিস্তিন থেকে জেরুজালেম ভূমি ছেড়ে চলে যাও, আর যদি না যাও, তাহলে আমার গল্প, ইতিহাসে খায়বারের যুদ্ধ এবং ইহুদিদের কীভাবে হত্যা করা হয়েছিল তা নিয়ে উপহাস করো। এসময় বক্তারা, ইসরায়েলি পণ্য বর্জন সহ গাজায় গণহত্যা বন্ধেরও দাবী জানান।