গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা
আরবান ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ দুপুর
গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোররাতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।
সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে পড়ে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে এমন সম্ভাবনার কারণে তেলআবিবজুড়ে রেড অ্যালার্ট সাইরেন বাজানো হয়েছিল।
হামলার সময় বোম্ব শেল্টারে আশ্রয় নিতে গিয়ে অন্তত ২৫ ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।
ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক পরিষেবা—ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজলে তেল আবিবের একটি আশ্রয়কেন্দ্রে পালানোর সময় ৬০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমডিএ আরও জানিয়েছে, তারা অন্তত ২৫ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। এদের অনেকে আশ্রয়কেন্দ্রে ছুটে চলার সময় আহত হয়েছেন আবার অনেকে প্যানিক (আতঙ্ক) অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।