ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ভারত-বাংলাদেশ সীমান্তে ২.১ কেজি স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ১


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ দুপুর

ভারত ও বাংলাদেশের সীমান্তে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও মালদা জেলায় দুইটি পৃথক অভিযানে ২.১ কেজি স্বর্ণের বার জব্দ করেছে বিএসএফ। দুইটি অভিযানে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদস্যরা মোট ১৮টি স্বর্ণের বার জব্দ করে।  

সোমবার রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বিএসএফের ১৪৩ তম ব্যাটালিয়নের তারালী-১ বর্ডার ফাঁড়ির কাছে ৬ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়।  

বিএসএফ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারালী-১ সীমান্ত ফাঁড়িতে নিয়োজিত সদস্যরা হাকিমপুর চেকপয়েন্টে নজরদারি বাড়ায়।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএসএফ সদস্যরা চেকপয়েন্টে সন্দেহভাজন মোটরসাইকেল চালককে আটক করে। ব্যক্তি ও মোটরসাইকেলের পুঙ্খানুপুঙ্খ তল্লাশির সময় বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। সন্দেহভাজন ব্যক্তিকে সঙ্গে সঙ্গে স্বর্ণসহ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোরাকারবারী বাংলাদেশের এক অজ্ঞাত চোরাকারবারীর কাছ থেকে স্বর্ণ নেওয়ার কথা স্বীকার করেছে।

তাকে এটি বিথারি এলাকায় অন্য একজন চোরাকারবারীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার জন্য তাকে ১২০০ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে হস্তান্তর করার আগেই বিএসএফ কর্মীরা তাকে আটকে দেয়। গ্রেফতারকৃত চোরাকারবারী, ছয়টি স্বর্ণের বারসহ তেঁতুলিয়ায় কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।  

অন্যদিকে একই দিনে মালদার ১১৫তম ব্যাটালিয়নের বয়রাঘাট বর্ডার ফাঁড়ির জওয়ানরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বোলতলা ঘাটে তল্লাশি অভিযান চালায়।

অভিযানের সময় একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে কাছে আসতে দেখা যায়। পরে ওই ব্যক্তি বাইকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিএসএফ দল বাইকের সেল্ফ-স্টার্ট মেকানিজমের ভিতরে লুকানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করে। মালদায় জব্দ করা ১২টি স্বর্ণের বার আরও তদন্তের জন্য জঙ্গিপুরের কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জব্দ করা ১৮ টি স্বর্ণের মোট ওজন ২.১ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ১.৬২ কোটি রুপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত