ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় সরকারি রাস্তা কাটার অভিযোগ, আহত ১


  মোস্তাক আহমেদ খান

প্রকাশ :  ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০১ রাত

নেত্রকোনার পূর্বধলায় সরকারি রাস্তা কেটে ফসলী জমির সাথে মিশিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে আবুল কাশেমের ছেলে মিলন নামের একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ৪ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারি রাস্তা কেটে ফেলার ঘটনায় বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বিশকাকুনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল মিয়া।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী চকপাড়া গ্রামের মৃত কবির খা'র ছেলে আব্দুল জলিল খা (৪৮), মৃত আলিম উদ্দিন খা'র ছেলে মনোয়ার হোসেন খা (৪২), মৃত মোজাফর খা'র ছেলে সিরাজুল ইসলাম খা (৫০) ও মৃত আনোয়ার হোসেন খা'র ছেলে জুয়েল খা (৩৫) গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কোদাল দিয়ে কাবিখার সরকারি রাস্তার (১৫ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ) একপাশ কেটে জমির সাথে মিশিয়ে ফেলেছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল মিয়া উক্ত রাস্তা কাটা বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্যের প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিশকাকুনী চকপাড়া গ্রামের রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ বিভিন্ন ভাবে চলাচল করে থাকে। গত ২ বছর পূর্বে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় করা (সাহেব আলী মাষ্টারের বাড়ি হতে দারোগা বাড়ি ভায়া নদীর পাড় পর্যন্ত) রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। পারিবারিক বিরোধের জেরে রাস্তার একপাশ কেটে ফসলী জমির সাথে মিশিয়ে ফেলতে দেখা গেছে। এইবিষয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে রাস্তা থেকে কেটে ফেলে দেওয়া মাটি দিয়ে পূণরায় রাস্তাটি ভরাট করা হচ্ছে। এবিষয়ে অভিযুক্তদের মধ্যে জুয়েলের সঙ্গে কথা বললে তিনি বলেন, রাগের মাথায় তার ছোট ভাইয়েরা রাস্তাটি কেটে ফেলেছিল। এখন নিজেই ভরাট করে দিচ্ছি। কেন রাস্তাটি কেটে ফেলা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি। 

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ কামাল মিয়া বলেন, রাস্তা কাটার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কেন রাস্তাটি কেটে ফেলা হয়েছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেয়। এরা এতটাই ভয়ঙ্কর যে এদের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ তো দুরের কথা কথা বলতেও সাহস করে না। এই বিষয়ে আমি নিজে একটি লিখিত অভিযোগ দিয়েছি। সরকারি রাস্তা কেটে যারা দাম্ভিকতা দেখায় এদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই আইনি ব্যবস্তা নেয়া জরুরি। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, রাস্তা কাটার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, রাস্তা কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত