ধানক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
আরবান ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ বিকাল
ফুলপুরে ধান ক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ। শনিবার বিকালে উপজেলার ইমাদপুর মোড়ল বাড়ির পশ্চিমে নাহিদ ব্রিকস সংলগ্ন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি ধানক্ষেতে কাজ করার সময় স্থানীয়রা মানুষের কঙ্কালটি দেখতে পান।এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে মমেক হাসপাতালের মর্গে পাঠায়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, উদ্ধার হওয়া কঙ্কালের লিঙ্গ নিশ্চিত হওয়া যায়নি ডিএনএ প্রোফাইল উদ্ধার করতে পিবিআই ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।