টিবি কতটা মারাত্মক, এর লক্ষণ কী কী?
আরবান ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১১ দুপুর
টিবি বা যক্ষ্মা হলো একটি ব্যাকটেরিয়াঘটিত ব্যাধি। এই রোগের ব্যকটেরিয়া হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। প্রাথমিকভাবে টিবি রোগ ফুসফুসে একটি সংক্রমণের আকারে থাকে।
সেই সংক্রমণ বাড়তে বাড়তেই রোগের আকার নেয়। টিউবারকিউলোসিস বা টিবিতে প্রতিবছর লাখ লাখ মানুষ আক্রান্ত হন। এমনকি এই রোগে মৃত্যুর সংখ্যাও অনেকটাই।
টিবির লক্ষণ কী কী?
>> গুরুতর কাশি (২ সপ্তাহের বেশি স্থায়ী হয়)
>> পরিবারে টিবির রোগী থাকলে
>> কাশির সঙ্গে রক্ত ওঠা
>> ক্লান্তি
>> ক্ষুধা কমে যাওয়া
>> ওজন কমে যাওয়া
>> শরীরে ঠান্ডা লাগা
>> জ্বর
>> রাতে ঘাম হওয়া ইত্যাদি।
টিবি কেন হয়?
>> রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে
>> টিবি আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ
>> অস্বাস্থ্যকর খাবার খাওয়া
>> নিয়মিত ধূমপান
>> দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভোগা ইত্যাদি।