ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন, পাসের হার ৯৩.৪০%


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৯ দুপুর

এই বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮৫ হাজার ৫৫৮ শিক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৪৩৩ জন এবং ছাত্রী অংশ নিয়েছিলেন ৩৯ হাজার ১২৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ শিক্ষার্থী।

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ।

এই বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮৫ হাজার ৫৫৮ শিক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৪৩৩ জন এবং ছাত্রী অংশ নিয়েছিলেন ৩৯ হাজার ১২৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ শিক্ষার্থী।

আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রকাশিত ফলে এই তথ্য জনা যায়।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সবশেষ সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলাফল জানা যাবে যেভাবে- এইচএসসির ফলাফল জানতে মুঠোফোনের SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC Board name (first 3 letters) Roll Year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত