বাফুফের পরবর্তী সভাপতি হচ্ছেন তাবিথ!
আরবান ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ দুপুর
আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরবর্তী নির্বাচন হওয়ার কথা। তার আগেই আজ কাজী সালাহউদ্দিন জানিয়ে দিলেন আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন না। তার মানে বাফুফেতে লম্বা সময়ের পথচলা শেষ হচ্ছে তার। এরপরই জল্পনা-কল্পনা শুরু হয়েছে পরের সভাপতি কে হচ্ছেন? সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে তাবিথ আউয়ালের নাম। তিনি বাফুফের দুইবারের সাবেক সহ-সভাপতি।
তাবিথ আওয়ালের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। আগামীকাল ঢাকায় সংবাদ সম্মেলন করার কথাও রয়েছে তার। সেখানেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ঘোষণা দেবেন তিনি।
আরও গুঞ্জন রয়েছে, আসন্ন বাফুফে নির্বাচনে তাবিথের কোন প্রতিপক্ষই থাকবে না। যে কারণে সাবেক এ সহ-সভাপতির বাফুফে সভাপতি হওয়ার পথ অনেকটাই পরিস্কার।