রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

হালুয়াঘাটে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক


  মো: আব্দুল খালেক

প্রকাশ :  ১২ জানুয়ারী ২০২৫, ০৮:১২ রাত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকা থেকে ভারতীয় ৫ টি চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার বিকেলে গোবকড়াকুড়া বিওপির একটি টহলদল পূর্ব গোবরাকুড়া এলাকার দুলালের বাড়ি থেকে এ সকল গরু আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকার অধিক বলে জানায় বিজিবি।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে বিজিবি।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত