সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ
আরবান ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০২:০৬ দুপুর
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপন অনুমতির দাবিতে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ হয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধ জনতা শহরের গুরুত্বপূর্ণ কলাতলীর প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন। এতে স্থবির হয়ে পড়েছে সড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করেছেন তারা। এর আগে সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে কলাতলী ডলফিন মোড় পর্যন্ত র্যালি করেন।
এসময় বিক্ষোভকারীরা জানান, যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ সড়ক অবরোধ অব্যাহত থাকবে।
এদিকে এ ঘটনায় দীর্ঘ সময় ধরে দূরপাল্লার বাস ও স্থানীয় যানবাহন চলাচল বন্ধ থাকায় পর্যটক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।