ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শিরোনাম

৩৯ রানে অলআউট, লজ্জার রেকর্ড উগান্ডার

  আরবান ডেস্ক

-

প্রকাশ :  ০৯ জুন ২০২৪, ০৩:৪৭ রাত

চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে উগান্ডা। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে খেলেতে নেমেই লজ্জার এক রেকর্ড গড়ল দলটি।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসেছিল বাংলাদেশে। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৯ রানে সব কটি উইকে হারায় নেদারল্যান্ডস। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। লজ্জার ওই রেকর্ডে ডাচদের পাশে বসল উগান্ডা। প্রথম বার বিশ্বকাপে খেলতে আসা দেশটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হলো ৩৯ রানে।

প্রভিডেন্স স্টেডিয়ামে ৫ উইকেটে ১৭৪ রানের টার্গেট দিয়েছিল উইন্ডিজ। এই স্কোর যে উগান্ডার সামনে বড় সংগ্রহ, তা কেউ স্বীকার করতে বাধ্য হবেন। এখন তো সেটা জলের মতো পরিষ্কার। ৩৯ রানেই ইনিংস গুটিয়ে গেল তাদের, সহআয়োজকরা জিতেছে ১৩৪ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের জয় আছে শ্রীলঙ্কার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত