ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১
শিরোনাম

জোকোভিচকে হারিয়ে ফের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৫ জুলাই ২০২৪, ১০:১০ দুপুর

প্রতিশোধের মঞ্চ ছিল নোভাক জোকোভিচের জন্য। গত বছরের উইম্বলডনে কার্লোস আলকারাজের কাছে শিরোপা হারাতে হয়েছিল সার্বিয়ান এই তারকাকে। তবে এবারও পারলেন না জোকোভিচ। শিরোপা জিতে নিয়েছেন স্প্যানিশ তারকা আলকারাজই।

ফাইনালের ফলাফল এক হলেও গতবারের সঙ্গে এবারের পার্থক্য একটাই, ২০২৪ সালে ঘাম কম ঝড়াতে হয়েছে আলকারাজকে। ২০২৩ সালে ৪ ঘণ্টা ৪২ মিনিটের লড়াই শেষে ১–৬, ৭–৬ (৮/৬), ৬–১, ৩–৬, ৬–৪ গেমে জিতেছিলেন আলকারাজ। এবার আলকারাজ জিতলেন ৬–২, ৬–২, ৭–৬ (৭/৪) গেমে। এবার খেলা শেষ হয়েছে মাত্র ২ ঘণ্টা ২৭ মিনিটে।

২৪টি শিরোপা জিতে গ্র্যান্ড স্লামের রেকর্ডে পুরুষদের এককে নিজের শীর্ষস্থান আগেই পাকাপোক্ত করেছিলেন জোকোভিচ। সুযোগ ছিল আলকারাজকে হারিয়ে নারী-পুরুষ মিলিয়ে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাওয়ার। তবে তাতে ব্যর্থ হলেন সার্বিয়ান এই তারকা।

এবারের উইম্বলডনসহ ক্যারিয়ারে চারটি গ্র্যান্ড স্লাম জিতলেন ২১ বছরের আলকারাজ। ২০২২ সালে ইউএস ওপেন জয়ের মাধ্যমে গ্র্যান্ড স্লামে শিরোপার যাত্রা শুরু করেন এই স্প্যানিশ। গত বছর তার একমাত্র শিরোপা ছিল উইম্বলডন। এবার অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেনের পর জিতলেন উইম্বলডন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত