শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ইনজুরির জন্য তৃতীয় টেস্টেও খেলতে পারছেন না উইলিয়ামসন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৯ অক্টোবর ২০২৪, ০৭:০০ বিকাল

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও খেলতে পারছেন না কেন উইলিয়ামসন। তবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলতে পারেন এই নিউজিল্যান্ড তারকা। সিরিজটি আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে। যেখানে ভারতের বিপক্ষে শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার।

চোটের কারণে উইলিয়ামসন বেঙ্গালুরু ও পুনে টেস্টের সময় ভারতে আসেননি। তিনি গত শ্রীলংকা সফরে চোট পেয়েছিলেন। তার পরেই দেশে ফিরে গিয়েছিলেন। অবশ্য ভারতের বিপক্ষে উইলিয়ামসন না খেললেও সিরিজ জিততে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের।

টম লাথামের নেতৃত্বে প্রথম বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে কিউইরা। কিন্তু কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি উইলিয়ামসন।

ডানহাতি অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামসন ১০২টি টেস্ট খেলেছেন। করেছেন ৩২টি সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ৮৮৮১ রান করেছেন তিনি। সাদা বলের ক্রিকেটেও সফল উইলিয়ামসন। ১৬৫টি এক দিনের ম্যাচ এবং ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারত সফরে তার জায়গায় উইল ইয়ংকে খেলানো হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত