ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
শিরোনাম

নেত্রকোনায় কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ


  আজাদ ইমরান শরীফ

প্রকাশ :  ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩২ রাত

নেত্রকোনা পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে ২০০৬ সালে লগি-বৈঠাদারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ করে। 

সোমবার (২৮) অক্টোবর বেলা ২টার সময় নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিয়ে আয়োজিত এ সমাবেশে নেত্রকোনা জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী  যোগদান করেন।

এসময় পৌর জামায়াতের আমির মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও সহকারী পরিচালক, ময়মনসিংহ অঞ্চল। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আর উনি করলেন দেশত্যাগ। স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে হত্যা রাজনীতি কায়েম করেছে। জুলাই আগস্টে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। 

মুজাহিদসহ যাদের অন্যায়ভাবে জেলে আটকে রেখে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের মৃত্যুর জন্য যারা দায়ী, সেই সমস্ত পুলিশ, জজ, বিচারক, ম্যাজিস্ট্রেট তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছেন। ওই দোসরদের রেখে দেশ এগোতে এগোতে পারবে না।

সমাবেশে অন্যান্য বক্তারা  বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জামায়াত শিবিরকে নির্মূল করার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন অপহরনের মতো মানবতা বিরোধী অপরাধ কর্মকান্ড চালিয়ে ছিল। 

এরপরও জামায়াত শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষনা করেছিল। দেশের ছাত্র জনতা গণ-অভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠিয়েছে। দেশের জনগন আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষনা করেছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাও: সাদেক আহমাদ হারিস, নেত্রকোনা জেলা সেক্রেটারি, মাও: মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি, অধ্যাপক মাছুম মোস্তুফা,প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত