সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতল বাংলাদেশ

আরবান ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৪:২১ সকাল
_original_1717820272.jpg)
টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ক্ষণে ক্ষণে রং বদলানো টানটান উত্তেজনার ম্যাচে সমর্থকদের হৃৎপিণ্ডের পরীক্ষা নিয়ে মাত্র ২ উইকেটে জিতেছে টাইগাররা। এই জয়ে আসরে শুভসূচনা করল নাজমুল হোসেন শান্তর দল।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৪ রান করে শ্রীলংকা। জবাবে নয় উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় বাংলাদেশ। হাতে ছিল আরো ৬ বল।
দলীয় শতকের পর ব্যাটিং ধসের মুখে পড়ে শ্রীলংকা। শেষ ছয় ওভারে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দেন টাইগার বোলাররা। এ সময় মাত্র ২৪ রান করতে পারে লংকানরা। যার শুরুটা হয় ধনঞ্জয় ২১ রানে ফেরার মধ্য দিয়ে।
লংকানদের অন্যদের ভেতর চারিথ আসালঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান তিনটি, তাসকিন দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট শিকার করেন।