ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

মারিয়াম সোহানের উদ্যোগে হরিজন পল্লীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


  মেহেদী হাসান রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ :  ১০ এপ্রিল ২০২৪, ০৪:৫২ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ভিপি মারিয়াম সোহানের উদ্যোগে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হরিজন পল্লীর(ব্লক ১) এর সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (১০ এপ্রিল) বিকেলে শ্যামগঞ্জ এলাকার হরিজন পল্লী এলাকায় প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে আদর্শলিপি বই, কলম ও খাতা উপহার দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ভিপি ও আমরাই শ্যামগঞ্জবাসীর প্রধান সমন্বয়ক মারিয়াম সোহান সহ বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। 

এ কার্যক্রমের উদ্যোক্তা মারিয়াম সোহান বলেন
"ইনশাআল্লাহ পূর্বধলা এবং গৌরীপুর উপজেলার প্রতিটি জায়গায় আমাদের শিক্ষা কার্যক্রম চলবে। 

মারিয়াম সোহানের নেতৃত্বে শ্যামগঞ্জের তরুন সমাজের অংশগ্রহণে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত