পূর্বধলা বাজারে মোবাইল ব্যবসায়ীর দোকানে চুরি

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৯ দুপুর
_original_1759466339.jpg)
নেত্রকোণার পূর্বধলায় ফের অভিনব কায়দায় দুটি দোকানে চুরি সংগঠিত হয়েছে। গত বুধবার দিনগত রাতে উপজেলার সদর বাজারের রেলক্রসিং সংলগ্ন ফারুক মোবাইল সার্ভিসিং ও শাহীন টেলিকম নামের দোকানে এ চুরির ঘটনা ঘঠে। এ সময় অপর আর একটি দোকান হক টেলিকম নামের ব্যবসা প্রতিষ্ঠানের চালের টিন কেটে ঘরে প্রবেশ করতে না পেরে কিছু নিতে পারেনি। চুরির ঘটনায় দুই দোকানীর প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে ভুক্তভোগী দোকানদাররা জানিয়েছেন।
গত এক বছরের ব্যবধানে এ নিয়ে পূর্বধলা বাজারে পৃথক অন্তত: ৬টি চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন পরপর এমন চুরির ঘটনায় পূর্বধলা বাজারের ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।
দোকানের মালিক মো: ফারুক হোসেন ও মো: শাহিন মিয়া জানান তারা দুই ভাই একই ঘরে পৃথক দুটি ব্যবসা পরিচলনা করে আসছেন। বুধবার ব্যবসা শেষে রাতে ঘরে তালা লাগিয়ে বাড়ীতে চলে যান। সকালে দোকান খোলে দেখেন ঘরের চালের টিন কেটে চোর ঘরের ভিতরে প্রবেশ করে নগদ অর্থসহ মুল্যবান অনেক কিছু নিয়ে গেছে।
এ সময় চোরের সংঘবদ্ধ দল স্মার্ট ফোন, বাটন ফোন, চার্জার, রিসিভার, নগদ অর্থসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নগদ অর্থ সহ নিয়ে গেছে। একই দিনে পাশের দোকান হক টেলিকমে চাল কেটে ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। সিলিং এর উপর রডের চাউনি থাকায় ঢুকতে পারেনি। ফারুক মোবাইল সার্ভিসিং এর দোকানে এর আগেও দুইবার রাতের আধারে ঘরে প্রবেশ করে অনেক টাকার মালাামাল নিয়ে গেছে। ৭/৮ মাস আগে এক রাতে পুর্বধলা মধ্যবাজারে মা কসমেটিক, নুরুল আমিন সু স্টোর, আরবী কসমেটিক নামে ব্যবসা প্রতিষ্ঠানে একই কায়দায় টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে অনেক টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া একটি জুয়েলারী দোকানের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অনেক টাকার স্বর্নালংকার নিয়ে যায়। জামান কম্পিউটার এর চাল কেটে ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে গেলে চোরকে ধরে থানায় দিলে কোন্ কার্যকরী পদক্ষেপ নেওয়া হযনি বলে দোকান মালিক জানান। এভাবে কয়দিন পরপর চুরির ঘটনায় ব্যবসায়িদের মাঝে অতংক এবং ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়িরা নিয়মিত পাহারাদার রেখে টাকা পরিশোধ করে থাকেন। বাজারে সিসি ক্যামেরা রয়েছে। এর পরও চোর ধরা না পরায় পুলিশ প্রশাসনের প্রতি অসন্তুষ্টি বিরাজ করছে। বণিক সমিতি পুনর্গঠনের মাধ্যমে আরো সক্রিয় হওয়ার দাবী উঠছে। আবার এসব দাবী নিয়ে আজ শুক্রবার মানববন্ধন করবে সর্বস্তরের সচেতন ব্যবসায়ী মহল। বিষয়গুলি গুরুত্বের সহিত বিবেচনা করে কঠোর ব্যবস্থা না নিলে সামনে এমন ঘটনা ঘটতেই থাকবে এবং ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা মনে করছেন। দোকানে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।