প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে সংবাদ সম্মেলন

ক্লোডিয়া নকরেক কেয়া
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ বিকাল

শেরপুরের নালিতাবাড়ীতে সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতিটির সাবেক সভাপতি আবু নাঈম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু নাঈম বলেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে সেবা ক্ষুদ্র সমবায় সমিতির টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকার অভিযোগ এনে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা ভূয়া এবং বানোয়াট। আমি সমিতির সভাপতি থাকা অবস্থায় আমার শিক্ষাগত অযোগ্যতার সুযোগে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মেহেদী ইমাম সিয়াম ও কোষাধ্যক্ষ এমদাদুল হক চাতুরতার সাথে গ্রাহকের টাকা তুলে আত্মসাৎ করে। আত্মসাতের বিষয়টি আমি বুঝতে পেরে গ্রাহকের টাকা ফেরত দিতে বললে সাধারণ সম্পাদক কৌশলে এমদাদুল হককে এলাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করে। পরে গ্রাহকের টাকার চাপে ২০২৩ সালে আমি শেরপুর আদালতে এমদাদুলের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয় ও এমদাদুল হকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিভিন্ন স্বাক্ষ্য গ্রহণ শেষে বর্তমানে মামলাটি রায় প্রকাশের দ্বারপ্রান্তে আছে।এমতাবস্থায় মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হঠাৎ করে এমদাদুল ও মেহেদী গং চক্র সক্রিয় হয়ে বিভিন্ন সংবাদপত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রচার করাচ্ছে যার কোন সত্যতা নেই। আমি এসব অসত্য সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।
এছাড়াও আবু নাঈম জানান, যেকোন দিন মামলার রায় ঘোষণা হতে পারে। এমদাদুল ও মেহেদী মামলা ওঠিয়ে নেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করছে। এমনকি মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দিয়েছে বলে নাঈম জানান।
উল্লেখ্য, ২০১৮ সালে শেরপুর জেলা সমবায় দপ্তর থেকে নিবন্ধিত হয়ে উপজেলার আমবাগান বাজারে সেবা ক্ষুদ্র সমবায় সমিতি নামে সমিতিটি কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সমবায় দপ্তরের অডিটে সমিতির মূলধন না থাকায় এবং কারণ দর্শানোর সন্তুষজনক জবাব না দিতে পারায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।