নেত্রকোনায় একুশে টেলিভিশনের ২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎযাপিত

শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫০ বিকাল

নেত্রকোনা সদর কুমড়ী এলাকায় আজ (১৪) এপ্রিল সোমবার দুপুরে জেলা সরকারি শিশু পরিবারের হল রুমে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও জেলা প্রশাসক বনানী বিশ্বাস কেক কেটে রজতজয়ন্তী অনুষ্ঠানের উৎযাপন শুরু করেন।
একুশে টেলিভিশনের দীর্ঘ (২৫) পঁচিশ বছর শেষে রজতজয়ন্তীতে নানা আয়োজনের মধ্যে ছিলো, রালি, কেক কাটা, সরকারি শিশু পরিবারের শিশুের মধ্যে মিষ্টি বিতরণ,একুশে টেলিভিশনের রজতজয়ন্তী ও নববর্ষ উপলক্ষে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এনটিভির স্টাফরিপোর্টার ভজন দাস এর সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস,সরকারি শিশু পরিবারের পরিচালক তারেক হোসেন,জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক হারুনর রশিদ,শিশু পরিবারে উপতত্ত্বাবধায়ক তারেক হোসেন জেলার সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।