ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

চিকিৎসকরা ‘প্রাইভেট প্র্যাকটিস’ কমিয়ে গবেষণায় নজর দিন: প্রধানমন্ত্রী

  নিউজ ডেস্ক

প্রকাশ :  ১১ মার্চ ২০২৪, ০৪:১২ দুপুর

চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ কমিয়ে দিয়ে গবেষণার প্রতি বেশি মনোযোগী হওয়া পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এন এস টি ফেলসি এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের মাঝে সনদ ও অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন। আমাদের বিজ্ঞানী ও গবেষকদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে স্বাস্থ্যবিষয়ক গবেষণায়। ডাক্তার সাহেবরা শুধু প্র্যাকটিস করে আর টাকা কামাই করে গবেষণার দিকে বেশি যান না। কি, ঠিক এখানে ডাক্তার আছেন তাই সামনে সামনে জিজ্ঞেস করছি। কিন্তু এখন গবেষণায় গুরুত্ব দিতে হবে। কারণ দেশের মানুষ যত সুস্থ হবে সবল হবে তারা মেধা বিকাশের সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত