ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান সাদ্দাম,ভাইস চেয়ারম্যান শিপার ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন নির্বাচিত

  নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি

-

প্রকাশ :  ০৯ মে ২০২৪, ০২:০০ দুপুর

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি)। তিনি এ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।

বুধবার (৮ মে) রাতে ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী,চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান কই মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ(শিপার) তালা প্রতীকে ৪১ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়েদুর রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮১৪ ভোট।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার হাঁস প্রতীকে ২৫ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিয়া সুলতানা জবা ফুটবল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯৫৮ ভোট।

মোট ৬১টি কেন্দ্রের ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬২ হাজার ৯৩৯ ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৩৭১। বাতিল হয়েছে ২ হাজার ৫৬৮ ভোট।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত