ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম
'আজকের আরবান' ময়মনসিংহ অঞ্চলের মিডিয়া পার্টনার

"জয়েনিং ফোর্সেস : কোলাবোরেশন ল্যাব" প্রকল্পের কিক অফ মিটিং অনুষ্ঠিত


  নিউজ ডেস্ক

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৪, ১১:০২ দুপুর

সুহাদা মেহজাবিন : ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর যৌথ উদ্যোগে স্থানীয় সংগঠন ও সংবাদকর্মীদের মধ্যে সমন্বয় সাধনের মঞ্চ 'Joining Forces : CSO's and Media for Accountability in Bangladesh' প্রকল্পের কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৭ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে অবস্থিত সিক্স সিজন হোটেলে উক্ত প্রকল্পের প্রথম দফার কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়। 

 

স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আর্টিকেল-১৯ (বাংলাদেশ ও সাউথ এশিয়া) এর রিজিওনাল ডিরেক্টর শেখ মঞ্জুর-ই-আলম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আর্টিকেল-১৯ এর প্রোগ্রাম অফিসার আয়েশা আক্তার আফ্রি।

এতে অংশগ্রহণ করেন ফ্রি প্রেস আনলিমিটেড এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মি. জোহানস রোলফ নিউয়েনহোজ, প্রোগ্রাম অফিসার মার্লিস ক্লিকেনবার্গ। 

কিক অফ মিটিংয়ে আরো অংশগ্রহণ করেন উক্ত প্রকল্পের অংশীদার এবং মিডিয়া পার্টনারের প্রতিনিধিগণ। প্রকল্পের অংশীদার প্রতিষ্ঠানসমূহ হলো সেন্টার ফর কমিউনিকেশন একশন বাংলাদেশ (সি-ক্যাব), এবং প্রকল্পের মিডিয়া পার্টনার আজকের আরবান, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং মিডিয়া পার্টনার দৈনিক মতবাদ,

কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি এবং মিডিয়া পার্টনার দৈনিক প্রবাহ, সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)

এবং মিডিয়া পার্টনার দৈনিক গ্রামের কাগজ, সৎসংঘ পল্লীকল্যাণ সমিতি এবং মিডিয়া পার্টনার দৈনিক সংবাদ ও ডাটাফুল, সমষ্টি এবং মিডিয়া পার্টনার রেডিও মহানন্দা, রেডিও পল্লীকন্ঠ ও রেডিও নলতা।   

বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল "আজকের আরবান" বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রকল্পটি বাস্তবায়নে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল প্রাকৃতিক সম্পদ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ।

ময়মনসিংহ এলাকায় গারো ও হাজং জাতিগত মানুষ। তবে সীমান্ত অঞ্চল সামাজিক সমস্যায় জর্জরিত। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ অঞ্চল গারো ও হাজং আদিবাসীদের

আবাসস্থল, অনন্য সম্প্রদায় যারা মাতৃতান্ত্রিক কাঠামো অনুসরণ করে যেখানে নারীরা পরিবারের প্রধান এবং শুধুমাত্র মহিলারা পারিবারিক সম্পদের উত্তরাধিকারী। গারো ও হাজংরা ক্রমশ প্রান্তিক হয়ে যাচ্ছে এবং তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।

তাদের এই দুর্দশা নিয়ে মিডিয়ায় কম রিপোর্ট করা হয়। অল্প কিছু আদিবাসী সাংবাদিকদের প্রায়ই প্রশিক্ষণ ও প্রকাশের অভাব হয়। সেখানে প্রতিনিয়ত মাদক, জমি দখল, চোরাকারবারির মতো অন্যায় বৃদ্ধি পাচ্ছে।   

এইসব সমস্যার সমাধানের লক্ষ্যে সেন্টার পর কমিউনকেশন একশন বাংলাদেশ (সি-ক্যাব) এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‌'আজকের আরবান' যৌথভাবে কাজ করবে। স্থানীয় সামাজিক সংগঠন ও সংবাদকর্মীদের সম্পৃক্ত করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বিভিন্ন কার্যক্রমের মধ্যে থাকবে অংশগ্রহণমূলক কর্মশালা, গোলটেবিল অধিবেশন, জরিপ, গল্প ও প্রকাশনা, সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ, শক্তিশালী পর্যবেক্ষণ এবং মূল্যায়ন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত