শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

ইউটিউবের নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৫ মার্চ ২০২৫, ১১:২৭ দুপুর

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব। বিভিন্ন ধরণের ভিডিও পাওয়া যায় এই প্লাটফর্মে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকের আয়ের মাধ্যম এখন ইউটিউব। তবে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখতে শুরু করলে তার মধ্যে দু-তিনটা বিজ্ঞাপন চলে আসে। এতে বিরক্ত হোন ব্যবহারকারীরা। তাই যারা বিজ্ঞাপন দেখতে চান না, তাদেরকে এই ঝামেলা থেকে মুক্তির উপায় নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এর প্রতিবেদন থেকে জানা গেছে, এবার অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম আনছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যা দেবে অ্যাড-ফ্রি কনটেন্ট, অথচ ইউটিউব মিউজিকের মতো কোনো খরচ ছাড়াই! খুব শিগগির ইউটিউব ফেরাতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যেখানে সম্পূর্ণ বিজ্ঞাপন ফ্রি ভিডিও উপভোগ করতে পারবেন।

তবে এই প্ল্যানে আপনি দেখতে পাবেন না কোনো মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দেখা যাবে। আপাতত অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে ফিচার শুরু হচ্ছে। গুগল পরীক্ষামূলকভাবে এই প্ল্যান বাজারে আনছে। তবে আগামীতে ধীরে ধীরে বাকি দেশগুলোতে শুরু হয়ে যাবে পরিষেবা। ২০২৩ সালের অক্টোবরে প্রিমিয়াম লাইট প্ল্যানে বেশ সাড়া ফেলেছিল ইউটিউব। এবার সেটাই ফিরতে চলেছে নতুনভাবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইউটিউব চাইছে নিজেদের রেভিনিউ মডেলকে নতুন করে সাজাতে। ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, তারা যা উপার্জন করেন ভবিষ্যতে সেই অঙ্কও বাড়াতে চায় ইউটিউব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত